Monday, October 3, 2011

Durga Puja of Kolkata

কলকাতা

গড়িয়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো - দেবাশিষ বন্দ্যোপাধ্যায়








দক্ষিণ গড়িয়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো বেশ প্রাচীন। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম স্টেশন থেকে অটোরিকশায় দক্ষিণ গড়িয়ার যদুনাথ বিদ্যামন্দিরের কাছেই বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাদালান।

পুজোর শুরু

এই পরিবারের যদুনাথ বন্দ্যোপাধ্যায় এই পুজোর সূচনা করেন বলে জানা যায়। যথাযথ সাক্ষ্য প্রমাণ না থাকলেও পরিবারের সদস্যের দাবি এটি প্রায় ৩২৫ বছরের পুরনো পুজো।

পুজোর বৈশিষ্ট্য

জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব। সে দিন হয় কাঠামো পুজো। ওই দিন গরানকাঠের টুকরোকে কাঠামো হিসেবে পুজো করা হয়। দেবীপক্ষের পঞ্চমীর দিন বোধন বসে। একচালা, বাংলা রীতির মহিষাসুরমর্দিনী, ডাকের সাজের প্রতিমা। সিংহ ও ময়ূর ব্যতীত অন্য দেবতাদের বাহন থাকে না। নবমীতে আখ, ছাঁচিকুমড়ো ও কলা বলি হয়। দশমীর দিন এখনও প্রতিমা কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে পারিবারিক পুকুরে বিসর্জন দেওয়া হয়।

No comments:

Post a Comment