Monday, October 3, 2011

Durga Puja of Burdwan

বর্ধমান

বোরহাটের দেবেন্দ্রভবনের পটেশ্বরী দুর্গা পুজো - দেবাশিষ বন্দ্যোপাধ্যায়








বর্ধমানের বোরহাটের দেবেন্দ্রভবনের পটেশ্বরী দুর্গার পুজোর এ বার শতবর্ষ।

পুজোর শুরু

১৯১১ সালে পটেশ্বরীর পুজোর প্রচলন বর্ধমানের কাঞ্চননগরে। বেশ কয়েক বছর আগে অষ্টমীর দিন এই পরিবারের দুই ভাই দেবেন্দ্র ও রাজেন্দ্রলালের মধ্যে শরিকি সংঘর্ষ হয়। ফলে সেই বছর মৃন্ময়ীদেবীর পুজো হয়েছিল রাজেন্দ্রলালের বাড়িতে। ছোটভাই দেবেন্দ্রলাল-র পরিবারের সদস্যেরা পুজোর ডালা নিয়ে গেলে, তাঁদের অপমান করে তাড়িয়ে দেন রাজেন্দ্রলালের বাড়ির লোকেরা। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দেবেন্দ্র দুর্গার ছবি নিয়ে পুজো শুরু করেন। পরের বছর থেকে দেবেন্দ্রলালের ভবনে পটেশ্বরীর আগমন।

পুজোর বৈশিষ্ট্য

পটে লেখা দেবীর আকার প্রায় মৃন্ময়ী মূর্তির মতোই। ষষ্ঠীর বদলে সপ্তমীতে শুরু হয় বোধন। শরিকি সংঘর্ষের কথা স্মরণ করতেই এই নিয়ম। একদা কাটোয়া থেকে শিল্পীরা পট এঁকে আনতেন। কিন্তু এখন তা আঁকেন স্থানীয় শিল্পী। দশমীর দিন কৃষ্ণসায়রের চাঁদনী ঘাটে ঘষে ঘষে তুলে ফেলা হয় দেবীর রং। এটাই বিসর্জনের প্রথা।

পশুবলি বা কোনওরকম বলিপ্রথায় বিশ্বাসী নয় এই পরিবার।

No comments:

Post a Comment