কলকাতা
ভবানীপুরের মুখোপাধ্যায় পরিবারের পুজো - দেবাশিষ বন্দ্যোপাধ্যায়
পরিবার সূত্রে জানা যায়, হরচন্দ্র মুখোপাধ্যায় পৌরোহিত্যের পেশা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ধামুয়া থেকে কলকাতায় এসেছিলেন ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে। তিনি ভবানীপুরের চক্রবেড়িয়া অঞ্চলে ঠাকুরদালান-সহ ভদ্রাসন নির্মাণ করে দুর্গাপুজো আরম্ভ করেন। বাড়ির বর্তমান ঠিকানা ৩৯ গিরীশ মুখার্জি রোড। পুত্র গিরীশচন্দ্র ছিলেন সে যুগের নামকরা উকিল। তাঁর আমল থেকে পুজোর জৌলুস বৃদ্ধি পায়।
পুজোর শুরু
‘গিরীশ ভবন’-এর মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর সূচনা ১৮৪২ খ্রিস্টাব্দে।
পুজোর বৈশিষ্ট্য
প্রতিমা সাবেকি একচালা রীতির মহিষাসুরমর্দিনী মূর্তি।
মুখোপাধ্যায় পরিবারের পুজোর বৈশিষ্ট্য হল - পরিবারের এয়োস্ত্রীরা নন, দশমীর সকালে প্রতিমা প্রদক্ষিণ করেন পরিবারের পুরুষ সদস্য এবং ব্রাহ্মণেরা। এই প্রথা চলে আসছে একেবারে শুরু থেকে।
এক কালে এখানে পুজোর সময়ে যাত্রা-নাটক অভিনয়ের চল ছিল। প্রতিবেশী উত্তমকুমারও অংশ নিতেন অভিনয়ে।
No comments:
Post a Comment