Monday, October 3, 2011

Durga Puja of Kolkata

কলকাতা

কল্যাণপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো - দেবাশিষ বন্দ্যোপাধ্যায়








জনার্দন উপাধ্যায় নামে দাক্ষিণাত্যের এক বৈদিক ব্রাহ্মণ মহিষাদলে এসে বসতি স্থাপন করেন সপ্তদশ শতকে। পরবর্তীকালে মহিষাদল রাজপরিবারের সঙ্গে এই উপাধ্যায় পরিবারের সখ্য হয় ও তাঁরা বংশানুক্রমে রাজকার্যে যুক্ত হন। সহস্ররাম বন্দ্যোপাধ্যায় নামে তেমনই এক রাজকর্মচারীর কাজে খুশি হয়ে মহিষাদল রাজপরিবারের পক্ষ থেকে বারুইপুরের কল্যাণপুর গ্রামটি বসবাসের জন্য দান করেন। তাঁরই উদ্যোগে এই পরিবারের দুর্গাপুজো আরম্ভ হয়।

পুজোর শুরু

পারিবারিক সূত্র থেকে জানা যায়, বারুইপুর বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো আরম্ভ হয়েছিল ১১৫৭ বঙ্গাব্দে।

পুজোর বৈশিষ্ট্য

মহিষাসুরমর্দিনীর একচালা প্রতিমা। ষষ্ঠীতে বোধন। অষ্টমী-নবমীর সন্ধিক্ষণের সন্ধিপুজোয় এখনও বন্দুক ফাটানো হয়। নবমীতে এখনও পাঁঠাবলি বজায় রেখেছে এই পরিবার। দশমীর দিন বিসর্জনের আগে পর্যন্ত পরিবারে অরন্ধন। সকালে পরিবারের সদস্যরা পান্তা ভাত খান। সন্ধ্যায় বিসর্জন সমাপ্ত হলে রান্না আরম্ভ হয়।

No comments:

Post a Comment