Friday, October 3, 2014

Durga Puja 2014
Ram Lochon Shire Street Barowari (Shitala Mandir)
32, Ram Lochon Shire Street
Belur Math, Howrah - 711202
The oldest Barowari Puja of Howrah District.

দূর্গোৎসব ২০১৪
রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)
৩২, রামলোচন সায়ার স্ট্রীট
বেলুড় মঠ, হাওড়া - ৭১১২০২

এই পূজাটি হাওড়া জেলার প্রাচীনতম বারোয়ারী পূজা। শতাধিক বর্ষ প্রাচীন এই দূর্গা পূজা স্বামী বিবেকানন্দের স্নেহ ধন্য রাজস্থানের ক্ষেত্রীর মহারাজার পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছিল। এই এলাকায় ক্ষেত্রীর মহারাজার বদান্যতায় সর্বসাধারনের জন্য একটি শ্মশান ও স্নানের ঘাট বানানো হয়। পরে মহারাজা একটি বাগান বাড়িও তৈরী করান। অধুনা সেটি মেট্রো লজ নামে পরিচিত। রাজস্থানের ক্ষেত্রীর মহারাজার বদান্যতায় ইংরাজী ১৮৭৪ (বাংলা ১২৮১ সন) সালে ৪ নয়া পয়সা দিয়ে এই দূর্গা পূজাটি আরম্ভ হয়েছিলো। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে থাকা কালীন এক বার রামকৃষ্ণ মিশনের প্রথম সভাপতি স্বামী ব্রহ্মানন্দ (রাখাল মহারাজ)-কে সঙ্গে নিয়ে এই পূজা মন্ডপে এসেছিলেন। এই বছর রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এর দূর্গা পূজাটি ১৪১ বছরে পদার্পন করলো। সাবেক প্রথায় পূজা এখানকার বৈশিষ্ট্য। মহা নবমীতে এখানে কুমারী পূজা করা হয়।



রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির))-এর দূর্গা পূজার হ্যান্ড বিল


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির))-এর ২০১৪ সালের পূজা কমিটি

রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির))-এর ২০১৪ সালের পূজা কমিটি


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির))-এর ২০১৪ সালের আয় ও ব্যায়ের হিসাব



রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এ দূর্গা প্রতিমা


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এ দূর্গা প্রতিমা


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এ দূর্গা প্রতিমা


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এ দূর্গা প্রতিমা


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এ লক্ষী প্রতিমা


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এ সরস্বতী প্রতিমা


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এ কার্তিক ঠাকুর


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এ গণেশ ঠাকুর


রামলোচন সায়ার স্ট্রীট (শীতলা মন্দির)-এ ষষ্ঠী পূজা

No comments:

Post a Comment