Durga Puja 2014
Maha Panchamee
দূর্গোৎসব ২০১৪
Maha Panchamee
দূর্গোৎসব ২০১৪
মহা পঞ্চমী
বেলুড়মঠ সংলগ্ন রামলোচন সায়ার স্ট্রীট বারোয়ারী (শীতলা মন্দির) -এর প্রতিমা প্রতি বছর নৌকা যোগে গঙ্গা নদী দিয়ে কুমোরটুলি থেকে আনা হয়। এই বছরের পঞ্চমীতে নৌকা যোগে কুমোরটুলি থেকে রামলোচন সায়ার স্ট্রীট বারোয়ারী (শীতলা মন্দির) -এর প্রতিমা আনার কিছু ছবি।
বেলা ১১টা ৩০শে শেষ ভাঁটার টানে নৌকা ছাড়া হোলো
বেলা ১১টা ৩০শে শেষ ভাঁটার টানে নৌকা ছাড়া হোলো
আমাদের বন্ধু শুভ্র মুখার্জী মাঝিদের সানকিতে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে বসে গেলো
আমাদের বন্ধু শুভ্র মুখার্জীর ইলিশ মাছ খাওয়া চলছে। সঙ্গে জুটলো বুধো কেওট।
কুমোরটুলির পথে
কুমোরটুলির পথে
কুমোরটুলির পথে
কুমোরটুলির পথে
ঐদিকে .... ঐ ঘাটে নৌকা ভেড়াতে হবে
ঐদিকে .... ঐ ঘাটে নৌকা ভেড়াতে হবে
হাঁ বাবু সমঝলি ... হৈজা নাও লগা দেম
কুমোরটুলির পথে হাওড়া ব্রীজ
কুমোরটুলির পথে সাদা বালির নৌকার সারি
কুমোরটুলির পথে চক্ররেল দেখা গেলো
কুমোরটুলির পথে সাদা বালির নৌকার সারি
কুমোরটুলির পথে সাদা বালির নৌকার সারি
কুমোরটুলির পথে সাদা বালির নৌকার সারি
কুমোরটুলির পথে সাদা বালির নৌকা
কুমোরটুলির পথে সাদা বালির নৌকা
কুমোরটুলির পথে সাদা বালির নৌকা
কুমোরটুলির ঘাট
জেলেদের নৌকা
বাঁশের গাদা
ঘাটের পাশেই নোংরা ভর্তি
আর্ট বাংলা সাজের প্রতিমা
আর্ট বাংলা সাজের প্রতিমা
আর্ট বাংলা সাজের প্রতিমা
ডাকের সাজের প্রতিমা
ডাকের সাজের প্রতিমা
আধুনিক সাজের প্রতিমা
সবে দো-মেটে হয়েছে
চিরাচরিত ডাকের সাজে বাংলা প্রতিমা
দুই ফুট উচ্চতার ঠাকুর
কাজের ফাঁকে ডিমের ঝাল আর গরম ভাত
ফাইবারের রথের চাকা
আমাদের পাড়া রামলোচন সায়ার স্ট্রীট বারোয়ারী (শীতলা মন্দির) -এর ১৪ আঙ্গুল সাইজের প্রতিমা
এই ছবিটায় একটু Adobe Photoshop-এর ছোঁয়া দিয়েছি
কুড়কুড়ে বাজিয়ের দল মুড়ি দিয়ে টিফিন সারছে
লক্ষী ঠাকুর .... ধানগাছ in built
লক্ষী ঠাকুর .... ধানগাছ in built
লক্ষী ঠাকুর .... ধানগাছ in built
আজও চোখে পড়ে সততার প্রতীকের বিজ্ঞাপন
ইয়ে ..... কলকাত্তা নগরীয়া তু দেখ্ বাবুয়া !!
আরও তিরঙ্গা .... আরও পিক্ .... !!
ব্যারিকেডের খুঁটি পোঁতার জন্য রাস্তা খোঁড়া শুরু
বার্জার পেন্টস্ -এর ২০১৩ -র দূর্গা পূজার বিজয়ী তালিকা
মা চলেছেন মাথায় কাঁধে
১২ ইন্চি প্রতিমা
থার্মোকলের ডেকরেশন
হাতে টেনে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে
হাতে টেনে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে
অস্ত্র ও সাজের দোকান
হালুইকরের দোকান শুরু
মুখ নাকি মুখোস
TATA Ace গাড়িতে চেপে গন্তব্যের উদ্দেশ্যে
TATA Ace গাড়িতে চেপে গন্তব্যের উদ্দেশ্যে
এদের পূজোয় আনন্দ করার অবস্থা আছে কি ?
ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর
মহিষাসুর
অন্ধকারের আঁধার হতে উৎসারিত আলো
কি সাইজ মাইরি !!
অপূর্ব মাতৃ মুর্তি
অপূর্ব মাতৃ মুর্তি
গোল্ডেন সাজের বাংলা প্রতিমা
গোল্ডেন সাজের বাংলা প্রতিমা
গোল্ডেন ডাকের সাজের বাংলা প্রতিমা
গোল্ডেন ডাকের সাজের বাংলা প্রতিমা
বাড়ির ঠাকুর নিয়ে গন্তব্যের পথে
বাড়ির ঠাকুর নিয়ে গন্তব্যের পথে
বাড়ির ঠাকুর নিয়ে গন্তব্যের পথে
বাড়ির ঠাকুর নিয়ে গন্তব্যের পথে
বাড়ির ঠাকুর নিয়ে গন্তব্যের পথে
কাহারদের কাঁধে চড়ে আমাদের প্রতিমা কাশি মিত্র ঘাটে পৌঁছালো
প্রতিমা নৌকায় নামানোর প্রস্তুতি নিচ্ছে কাহাররা
প্রতিমা নৌকায় নামানোর প্রস্তুতি নিচ্ছে কাহাররা
প্রতিমা নৌকায় নামানো শুরু হলো
প্রতিমা নৌকায় নামানো শুরু হলো
মুখ ঘুরিয়ে প্রতিমা নৌকায় তোলা হচ্ছে
মুখ ঘুরিয়ে প্রতিমা নৌকায় তোলা হচ্ছে
মুখ ঘুরিয়ে প্রতিমা নৌকায় তোলা হচ্ছে
মুখ ঘুরিয়ে প্রতিমা নৌকায় তোলা হচ্ছে
প্রতিমা নৌকায় তোলার ছবি তুলতে ব্যাস্ত Press Photographer
দূর্গা ঠাকুর বাহী নৌকা চললো কুমোরটুলির ঘাটে
দূর্গা ঠাকুর বাহী নৌকা লাগানো হলো কুমোরটুলির ঘাটে
জয় মা দূর্গা .... দূর্গতিনাশিনী .... তুমি জাগো
প্রতিমা নৌকায় তোলার ছবি তুলতে ব্যাস্ত Press Photographer
অন্য আর একটি নৌকায় লক্ষী সরস্বতী কার্তিক ও গণেষকে তোলা হলো
অন্য আর একটি নৌকায় লক্ষী সরস্বতী কার্তিক ও গণেষকে তোলা হলো
অন্য আর একটি নৌকায় লক্ষী সরস্বতী কার্তিক ও গণেষকে তোলা হলো
অন্য আর একটি নৌকায় লক্ষী সরস্বতী কার্তিক ও গণেষকে তোলা হলো
অন্য আর একটি নৌকায় লক্ষী সরস্বতী কার্তিক ও গণেষকে তোলা হলো
অন্য আর একটি নৌকায় লক্ষী সরস্বতী কার্তিক ও গণেষকে তোলা হলো
অন্য আর একটি নৌকায় লক্ষী সরস্বতী কার্তিক ও গণেষকে তোলা হলো
আমাদের তিনখানি নৌকা প্রতিমা নিয়ে পাড়ি দিলো বেলুড়ের পথে
আমাদের তিনখানি নৌকা প্রতিমা নিয়ে পাড়ি দিলো বেলুড়ের পথে
আমাদের তিনখানি নৌকা প্রতিমা নিয়ে পাড়ি দিলো বেলুড়ের পথে
আমাদের তিনখানি নৌকা প্রতিমা নিয়ে পাড়ি দিলো বেলুড়ের পথে
আমাদের তিনখানি নৌকা প্রতিমা নিয়ে পাড়ি দিলো বেলুড়ের পথে
আমাদের তিনখানি নৌকা প্রতিমা নিয়ে পাড়ি দিলো বেলুড়ের পথে
আমাদের তিনখানি নৌকা প্রতিমা নিয়ে পাড়ি দিলো বেলুড়ের পথে
চড়া রোদে মাঝ গঙ্গায়
চড়া রোদে মাঝ গঙ্গায়
আনন্দের সীমা নেই
আনন্দের সীমা নেই
আমাদের নৌবহর
আমাদের নৌবহর
আমাদের নৌবহর
আমাদের নৌবহর
বেলুড়ে ঢুকে গেলাম .... আর কয়েক মিনিট
দুরে বালী ব্রিজ্ আর ৩য় হুগলী সেতু দেখা যাচ্ছে
পানীয় জল প্রকল্প ও সি ই এস সি-র টাওয়ার পার হলাম
ঐ দেখা যাচ্ছে আমাদের ঘাট
ঐ দেখা যাচ্ছে আমাদের ঘাট
অবশেষে আমাদের ঘাটে নৌকা লাগলো
অবশেষে আমাদের ঘাটে নৌকা লাগলো
পাড়ায় সবাই অপেক্ষায় ছিলো
পাড়ায় সবাই অপেক্ষায় ছিলো
এবার নামা আর নামানোর পালা
এবার নামা আর নামানোর পালা
এবার নামা আর নামানোর পালা
ঘাটে ভীড় বাড়ছে
কুড়কুড়ের আওয়াজের সাথে মা দূর্গা নামবেন
প্রতিমা নামানোর পালা শুরু
প্রতিমা নামানোর পালা শুরু
মা জগজ্জননীকে নামানোর আয়োজন শুরু
মা জগজ্জননীকে নামানোর আয়োজন শুরু
Photographer-এর ছবিও তোলা যায়
শুভ্র মুখার্জীর হাঁক ডাক শুরু
ধীরে ধীরে মাকে নৌকো থেকে নামাচ্ছে কাহাররা
ধীরে ধীরে মাকে নৌকো থেকে নামাচ্ছে কাহাররা
ধীরে ধীরে মাকে নৌকো থেকে নামাচ্ছে কাহাররা
ধীরে ধীরে মাকে নৌকো থেকে নামাচ্ছে কাহাররা
প্রতিমার মুখ ঘোরানো হলো
অবশেষে বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এর দিকে
অবশেষে বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এর দিকে
অবশেষে বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এর দিকে
জে কে ইন্ডাস্ট্রীজের ভিতর দিয়ে বড় রাস্তার দিকে
জে কে ইন্ডাস্ট্রীজের ভিতর দিয়ে বড় রাস্তায় পড়লো
পাড়ার মুল সড়ক ধরে বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এর দিকে
পাড়ার মুল সড়ক ধরে বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এর দিকে
পাড়ার মুল সড়ক ধরে বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এর দিকে,
সবার আগে সম্পাদক মৃন্ময় ভট্টাচার্য্য
পাড়ার মুল সড়ক ধরে বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এর দিকে
মুল সড়ক ছেড়ে আবার গলিপথ
বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এর চত্বরে
অবশেষে বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এ প্রবেশ করলো প্রতিমা
বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এ প্রতিমা সেট করছে কাহাররা
বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এ মানুষের ভিড়
বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এ মানুষের ভিড়
বারোয়ারীতলা (শীতলা মন্দির)-এ মানুষের ভিড়
No comments:
Post a Comment